।।রফিক উদ্দিন লস্কর।।
তুমি এসেছিলে মোর ঐ আঁখির আলোতে,
এক ঝলকে হারিয়ে গেলে পারিনি ভুলিতে!
তুমি জুড়িয়ে আছো মোর দু আঁখির কোণে,
আমি আগলে রেখেছি তোমায় বড় যতনে।
আমি ভালোবেসেছি তোমাকে প্রথম জীবনে
চোখের তারায় হৃদয় মাঝে থাকো প্রতিক্ষণে।
জানি ভালোবাসা তো হয়না মনের বিপরীতে,
তবু রয়েছ তুমি প্রণয় আর অনুভূতির সুতে।
কতপথ খুঁজে ফিরে পাই তব ছায়ার আহ্বান,
ভুলে গিয়ে সকল ব্যথা ভুলে গেছি পিছুটান।
এত্ত কিছু হওয়ার পরও আমি তোমায় বুঝিনা,
মনের মাঝে তোমায় ঘিরে কত অসহ বেদনা।
আলোর মাঝে এসো তুমি থেকোনা ঐ আঁধারে,
তোমায় আমি জড়িয়ে নিবো মায়ার চাদরে।
রঙধনুর রঙ দিয়ে আঁকবো নতুন আলপনা,
চুকিয়ে দেবো সকল ধার, তব পূর্ণ হবে কামনা।
৩০/০৪/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন