“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭

পারিনি ভুলিতে

 ।।রফিক উদ্দিন লস্কর।।












তুমি এসেছিলে মোর ঐ আঁখির আলোতে,
এক ঝলকে হারিয়ে গেলে পারিনি ভুলিতে!
তুমি জুড়িয়ে আছো মোর দু আঁখির কোণে,
আমি আগলে রেখেছি তোমায় বড় যতনে।
আমি ভালোবেসেছি তোমাকে প্রথম জীবনে
চোখের তারায় হৃদয় মাঝে থাকো প্রতিক্ষণে।
জানি ভালোবাসা তো হয়না মনের বিপরীতে,
তবু রয়েছ তুমি প্রণয় আর অনুভূতির সুতে।
কতপথ খুঁজে ফিরে পাই তব ছায়ার আহ্বান,
ভুলে গিয়ে সকল ব্যথা  ভুলে গেছি পিছুটান।
এত্ত কিছু হওয়ার পরও আমি তোমায় বুঝিনা,
মনের মাঝে তোমায় ঘিরে কত অসহ বেদনা।
আলোর মাঝে এসো তুমি থেকোনা ঐ আঁধারে,
তোমায় আমি জড়িয়ে নিবো মায়ার চাদরে।
রঙধনুর রঙ দিয়ে আঁকবো নতুন আলপনা,
চুকিয়ে দেবো সকল ধার, তব পূর্ণ হবে কামনা।

৩০/০৪/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

কোন মন্তব্য নেই: