“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭

ভ্রান্তি

।। অর্পিতা আচার্য।।





খুব সন্দেহ হয় আজকাল -
আমার খাবারে কেউ অল্প অল্প 
বিষ মিশিয়েছে 
পিছন ফিরলেই কারা ফিসফাস 
বলাবলি করে, কিভাবে সত্বর 
শেষ করে দেওয়া যায় আমার অস্তিত্ব 
ভয়ে ভয়ে থাকি -দেখেশুনে 
গন্ধ শুঁকে, টিপে টিপে ফেলি পা 
তীব্র ঝাঁঝালো গন্ধ বলে দেয় 
এই ঘরে একটু আগে, আমারই জন্য 
পাতা হয়েছিল কোন -
ক্রুর মৃত্যুফাঁদ

ভ্রান্তি- বিকারগ্রস্ত অভিশপ্ত, নিতান্ত নির্বোধ 
এ দেশের প্রতিঘরে বেঁচে আছি 
ছিন্নমূল উদভ্রান্ত জাতক !!

কোন মন্তব্য নেই: