।। রফিক উদ্দিন লস্কর ।।
দুঃখ আছে
সুখের অভাব হাসির মাঝে রাগ ,
ভালোবাসা
তো দূরের কথা সবাই করে ত্যাগ।
মিশতে
গেলে এলার্জি বাড়ে হয়না কিছু কাজ
সবুজ
বিশ্বে দিনেরাতে ধুলো ঝড়ের রাজ।
পুণ্য
কাজে হাত লাগালে অনেকে ভাবে পাপ,
মহৎ হলে
একাই পারবে পেরোতে কঠিন ধাপ।
নির্বোধ
আর অহংকারী সে কি কভু জানে?
ভালোবাসলে
ঘুরে বসে উল্টোরথে টানে।
হাসিমুখে
বরণ করে সাজিয়ে ফুলের ডালি,
ভাবনা যদি
তার মন্দ হয় পড়বে মুখে চুনকালি।
সাহস করে
নির্বিবাদে এগিয়ে চলো সামনে,
অহংকারীর
যে পতন হয় সর্বলোকে জানে।
**********
১২/০২/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন