।। অভীক কুমার দে ।।
তুমি আমি ও ঈশ্বর মিলে একটি ত্রিভুজ,
আমার নিঃশ্বাস ঈশ্বর ছুঁয়ে তোমার প্রশ্বাস,
মাঝে জনশূন্য প্রকৃতি।
.
ঈশ্বরের কোন চাহিদা নেই,
আছে হাসি আর কান্না,
প্রতিফলক তুমি আমি।
মানুষ নামের শরীর
পিরামিডের আলোর মতোই
বেঁকে যায় আর বাঁকানো জানে
ভেতরে চাহিদার কাঁচঘর।
.
কারো মন কেঁদে উঠলেই
ত্রিভুজও কখনও আগ্নেয়গিরি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন