।। সিক্তা বিশ্বাস ।।
বান
ডেকেছে মরুর মাঝে ...
এমন আর্তি বিরল হায় !
প্রেম-পিয়াসী রাধিকা সাজে
পূজিছে জীবন চাতক তৃষায় ...
পাথর সেজে ভরা যৌবন
ছিল যে তার মরু প্রায় !
হঠাৎ কি বীণ প্রাণের মাঝে
মাতাল নেশায় উঠলো বেজে...
মনের সাথে বিবেক ঝুঁজে
অবুঝ মন প্রেমকে খুঁজে !
ছড়ায় আলো বুকের খাঁজে !
যেন আলোর জ্যোতি স্বর্ণ পিলসুজে ...
কোথায় শুরু কোথায় শেষ !
কে মাপে তাঁর মনের রেশ !
কালের রঙে রাঙিয়ে আবেশ
অকাল বসন্তের বিচিত্র ভাবাবেশ !
এমন আর্তি বিরল হায় !
প্রেম-পিয়াসী রাধিকা সাজে
পূজিছে জীবন চাতক তৃষায় ...
পাথর সেজে ভরা যৌবন
ছিল যে তার মরু প্রায় !
হঠাৎ কি বীণ প্রাণের মাঝে
মাতাল নেশায় উঠলো বেজে...
মনের সাথে বিবেক ঝুঁজে
অবুঝ মন প্রেমকে খুঁজে !
ছড়ায় আলো বুকের খাঁজে !
যেন আলোর জ্যোতি স্বর্ণ পিলসুজে ...
কোথায় শুরু কোথায় শেষ !
কে মাপে তাঁর মনের রেশ !
কালের রঙে রাঙিয়ে আবেশ
অকাল বসন্তের বিচিত্র ভাবাবেশ !
*********
#ঝোড়োমেঘ সংকলন#
#ঝোড়োমেঘ সংকলন#
8-2-18 ইং , শিলং l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন