“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

তিন প্রেমিক-প্রেমিকা


।। অভিজিৎ দাস।।
(C)Image:ছবি













জকে বরং প্রেম নয়, গান করি তিন জনে
চলে এসো তেঁতুল তলায়, মনুর জল সিঞ্চনে ।
দিনের মাথায় ব্যতিব্যস্ত রসায়ন, স্বপ্ন ডুবছে দুন্দুবুড়ির চরে
দিনের মত আতঙ্ক শেষ, জীবিতরা ফিরছে মৃতদের ঘরে ।

আমি কোন গান গাইবনা, শুনবওনা, দেখবো শুধু ঠোঁটের
নড়াচড়া । দর্শক হই বা শ্রোতা, দাম তো একই ভোটের ।
আজকে কোন আহ্লাদী না, পড়তে পড়তে আজব কিন্তু সত্যিখবর
চাঁদের সাথে ছল করে সূর্যসম ক্লান্ত করে কেড়ে নেব ওর

সমস্ত আলো । আজকে প্রেম না, তিন প্রেমিক-প্রেমিকা
চল গান করি, ওষ্ঠ নিয়ে লেখি গান বিষয়ে প্রেমের টীকা ।


কোন মন্তব্য নেই: