।। অভিজিৎ দাস।।
(C)Image:ছবি |
আজকে বরং প্রেম নয়, গান করি তিন জনে
চলে এসো তেঁতুল তলায়, মনুর জল সিঞ্চনে ।
দিনের মাথায় ব্যতিব্যস্ত রসায়ন, স্বপ্ন ডুবছে দুন্দুবুড়ির চরে
দিনের মত আতঙ্ক শেষ, জীবিতরা ফিরছে মৃতদের ঘরে ।
আমি কোন গান গাইবনা, শুনবওনা, দেখবো শুধু ঠোঁটের –
নড়াচড়া । দর্শক হই বা শ্রোতা, দাম তো একই ভোটের ।
আজকে কোন আহ্লাদী না, পড়তে পড়তে ‘আজব কিন্তু সত্যি’ খবর
চাঁদের সাথে ছল করে সূর্যসম ক্লান্ত করে কেড়ে নেব ওর
সমস্ত আলো । আজকে প্রেম না, তিন প্রেমিক-প্রেমিকা
চল গান করি, ওষ্ঠ নিয়ে লেখি গান বিষয়ে প্রেমের টীকা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন