“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০১৮

প্রেম বাহার



।। সিক্তা বিশ্বাস।।

তোমার জন্য তারা গোনা !
             ছাদের 'পরে আনাগোনা ....
                        রিংটোনের আশায় প্রহর গোনা 
কেবল জড়িয়ে থাকার একটু বাহানা .....
কর্মরত তবুও আনমনা সত্য !
                ছবিটি যে মনে চির জ্বলন্ত ....
                           তাইতে বারে বারে মনটি মোবাইল অন্ত ....
সবই যে লীলা ... মনের এই চির বসন্ত ....
পান থেকে চুন খসলেই মনটি ভার !
                        আলো কাঁটিয়ে শুধুই আঁধার !
                                    মান-অভিমানে মুখ বেজার !
তবুও মনের দাবি জোরদার !
  প্রতীক্ষারত আরও প্রহর হাজার .....


##ঝড়োমেঘ সংকলন ##
      2 - 2 -18 ইং ,
       শিলং l


কোন মন্তব্য নেই: