।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
আমার
বসন্ত নিয়ে গেছে অভাবের লু,
মটকা পড়া শরীর এখন মরুপথেই হাঁটে
বুকের ভেতর গোছানো আকাশ,
মেঘ এসে জমা হয়,
সবটা আকাশ ঢেকে দিলে
উষ্ণতা বাড়ে;
যতসব মিথ্যে প্রতিশ্রুতির কালো ছায়া।
মটকা পড়া শরীর এখন মরুপথেই হাঁটে
বুকের ভেতর গোছানো আকাশ,
মেঘ এসে জমা হয়,
সবটা আকাশ ঢেকে দিলে
উষ্ণতা বাড়ে;
যতসব মিথ্যে প্রতিশ্রুতির কালো ছায়া।
ললিতসুরে
ডেকে ওঠা ভোরের কোকিল
মুকুলবৃষ্টিতে ভিজে যাওয়া চাতকের চোখ
রঙিন পলাশের ছবি আঁকে না এখন,
উড়ে উড়ে দূরে যায় মেঘের বিনুনি
বিশ্বাসী মাটি খোঁজে,
পিছে পিছে বালিয়াড়ি;
ভেসে ওঠে হতাশার মরীচিকা।
মুকুলবৃষ্টিতে ভিজে যাওয়া চাতকের চোখ
রঙিন পলাশের ছবি আঁকে না এখন,
উড়ে উড়ে দূরে যায় মেঘের বিনুনি
বিশ্বাসী মাটি খোঁজে,
পিছে পিছে বালিয়াড়ি;
ভেসে ওঠে হতাশার মরীচিকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন