।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
আমি আমার লিপির কারিগর
নিজের দেয়াল খোদাই করি।
নিজের দেয়াল খোদাই করি।
আমার সুনীল আকাশে খোলামেলা বাড়ি,
বর্ণময় উঠোন, কবিতার চারাগাছ,
উঠোনের গাছে শব্দের কুঁড়ি এলে
ফড়িং ওড়ে,
প্রজাপতিরাও আসে,
রঙ ছড়ায়, তারপর পরাগমিলন...
বর্ণময় উঠোন, কবিতার চারাগাছ,
উঠোনের গাছে শব্দের কুঁড়ি এলে
ফড়িং ওড়ে,
প্রজাপতিরাও আসে,
রঙ ছড়ায়, তারপর পরাগমিলন...
প্রতিবার পরাগরেণুর ছোঁয়া পেলে
বর্ণ মালায় সাজিয়ে রাখি আকাশ
মনের কলিতে সুর ধরে আর খোদাই করি।
বর্ণ মালায় সাজিয়ে রাখি আকাশ
মনের কলিতে সুর ধরে আর খোদাই করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন