।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
যখন সবাই বর্ষা ভেবে
ভিজে যেতে চেয়েছিল
ঠিক তখন তোমাকে নত হতে দেখে
একটা বটবৃক্ষের সার থেকে শেকড় ছাড়তে দেখেছি,
দেখেছি তুমিও আমাকে মেঘ মনে করো,
বাতাসে ভাসাতে চাও,
টলতে টলতে কিছু ফাঁপা তুলো আমি
স্বপ্ন আকাশ চিনেছি তোমার বুকে;
তুমি ধুকপুক করেছো বারকয়েক
যখন সবাই বর্ষা ভেবে ভিজে যেতে চেয়েছিল
ঠিক তখন আমি নত হতে চেয়েছি তোমার কাছে।
.
বটবৃক্ষের সার থেকে যদি খুঁজে দেখো
সব আমি তোমাতে মিশেও বর্ষা হতে জানি।
ঠিক তখন তোমাকে নত হতে দেখে
একটা বটবৃক্ষের সার থেকে শেকড় ছাড়তে দেখেছি,
দেখেছি তুমিও আমাকে মেঘ মনে করো,
বাতাসে ভাসাতে চাও,
টলতে টলতে কিছু ফাঁপা তুলো আমি
স্বপ্ন আকাশ চিনেছি তোমার বুকে;
তুমি ধুকপুক করেছো বারকয়েক
যখন সবাই বর্ষা ভেবে ভিজে যেতে চেয়েছিল
ঠিক তখন আমি নত হতে চেয়েছি তোমার কাছে।
.
বটবৃক্ষের সার থেকে যদি খুঁজে দেখো
সব আমি তোমাতে মিশেও বর্ষা হতে জানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন