“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

শব্দের দেশ

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি










তোকে মনে করলেই মনে হয় চাহিদার স্রোত,
ভেসে আসছে ক্ষুধার্ত শব্দ।
তুই তো জানিস বহুরূপী মন হলেও
চলতি সময় বৃষ্টিকাতর,
কল্পনায় ফসলের ঘ্রাণ আর মিশ্র- আলাপ;
তবু নিঃশব্দ মাঠের গোপনাঙ্গ ছুঁয়ে দেখছে
 
নষ্টকথার ধুলো।
মেঠো ইঁদুরের হেঁটে যাওয়া পায়ের ছাপ
মানচিত্র এঁকে যায় আনুমানিক,
'মন ক্ষত হয় গরম নিঃশ্বাসে।
অভাবের রাগ বলে ক্ষমতা চাই, কণ্ঠের ক্ষমতা,
বোকার মতোই হাসে শরীরের অচল ভিড়।

কোন মন্তব্য নেই: