।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)image:ছবি |
অতি
উচ্চ তুমি হে গিরিরাজ!
তব সম্মান কি উঁচু আছে এতো?
ভূমে পড়া ফল ছুঁয়না কেহ তথা,
সেই ফলের স্বাদ বাদুড়ে নিলে
তোমার কি জাত-কূল যেতো?
আত্মীয় পক্ষীরা দল বেঁধে আসে
তোমার উপর ভরসা রেখে,
তুমি কি পারো না নত হতে সেথা
বিছিয়ে দিতে শীতল আসন।
ক্লান্ত পথিকেরা ফিরে যেতে চায়
বড়দের কাছে শুধুই শোষণ!
দুঃখীর দুঃখ দেখে হাসি ভরা মুখ
জাতের বড়াই এই পরিচয়?
তুমি ভুলনা, একদিন এই সবকিছু
ধীরে ধীরে হবে ক্ষয়।
তুমি কি ভাবো, উচ্চ তোমার শির?
সকল গিরি জয় করে তুমি মহা বীর?
শত ধিক দেই সেই বীরের তরে
একটুও মানবতা নেই যেখানে।
তব সম্মান কি উঁচু আছে এতো?
ভূমে পড়া ফল ছুঁয়না কেহ তথা,
সেই ফলের স্বাদ বাদুড়ে নিলে
তোমার কি জাত-কূল যেতো?
আত্মীয় পক্ষীরা দল বেঁধে আসে
তোমার উপর ভরসা রেখে,
তুমি কি পারো না নত হতে সেথা
বিছিয়ে দিতে শীতল আসন।
ক্লান্ত পথিকেরা ফিরে যেতে চায়
বড়দের কাছে শুধুই শোষণ!
দুঃখীর দুঃখ দেখে হাসি ভরা মুখ
জাতের বড়াই এই পরিচয়?
তুমি ভুলনা, একদিন এই সবকিছু
ধীরে ধীরে হবে ক্ষয়।
তুমি কি ভাবো, উচ্চ তোমার শির?
সকল গিরি জয় করে তুমি মহা বীর?
শত ধিক দেই সেই বীরের তরে
একটুও মানবতা নেই যেখানে।
১৩/০২/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন