।। অভীক কুমার
দে ।।
(C)Image:ছবি |
সামনে
সমুদ্র। ঢেউয়ের পর ঢেউ। শেষবেলার চোখে সূর্যের জলসিঁড়ি।
প্রতিবিম্বের মুখে যখন লালচে আভা, ছায়াসুখ জলে ভাসে। সব ঢেউ মিশ্র রঙ নিয়ে আসে চোখে।
খুব কাছে যেখানে আকাশ জলে কথা কাটাকাটি,
পাখিতে জানাজানি হলে মেলে দেয় ডানা, ওড়ে আর গর্জন শুনে,
তল খোঁজে বাঁকা চাঁদ।
দূর থেকে ছুটে আসে জোয়ার। খোলা পা পিছু সরে। ভেজা বালি আরও ভিজে গেলে পুরোনো দাগ মুছে ফেলো সৈকত, তবু দাগ রেখে যায় ভাঁটা।
প্রতিবিম্বের মুখে যখন লালচে আভা, ছায়াসুখ জলে ভাসে। সব ঢেউ মিশ্র রঙ নিয়ে আসে চোখে।
খুব কাছে যেখানে আকাশ জলে কথা কাটাকাটি,
পাখিতে জানাজানি হলে মেলে দেয় ডানা, ওড়ে আর গর্জন শুনে,
তল খোঁজে বাঁকা চাঁদ।
দূর থেকে ছুটে আসে জোয়ার। খোলা পা পিছু সরে। ভেজা বালি আরও ভিজে গেলে পুরোনো দাগ মুছে ফেলো সৈকত, তবু দাগ রেখে যায় ভাঁটা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন