।। আবু আশফাক্ব চৌধুরী।।
(C)Image:ছবি |
মন খারাপের পাশাপাশি
ইস্টিশানের বেঞ্চে সেই বটগাছের সমান্তরাল
বসে আছি নির্লিপ্ত
যাত্রীদের কলকাকলি-হাল্লাচিৎকার- কর্কশ হুইসেল
আমি ওতে নেই-একা এবং নির্লিপ্ত।
ইস্টিশানের বেঞ্চে সেই বটগাছের সমান্তরাল
বসে আছি নির্লিপ্ত
যাত্রীদের কলকাকলি-হাল্লাচিৎকার- কর্কশ হুইসেল
আমি ওতে নেই-একা এবং নির্লিপ্ত।
দুপাশে
বসে পড়েন হঠাৎ জীবনানন্দ এবং রবীন্দ্রনাথ
মন হয়ে যায় অন্যরকম
সারি বেঁধে কবিতারা মিছিল করে
সেল্ফি তোলার নেশায়.. পটাপট
স্ক্রিন শট
আমি বিলীন হয়ে যাই বাংলা নেশায়।
মন হয়ে যায় অন্যরকম
সারি বেঁধে কবিতারা মিছিল করে
সেল্ফি তোলার নেশায়.. পটাপট
স্ক্রিন শট
আমি বিলীন হয়ে যাই বাংলা নেশায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন