“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

এক মুঠো রোদ্দুর

 
















    ।। সিক্তা বিশ্বাস ।।


তোমার আমার প্রাণের খেলায়  
                    সুখে ভাসা অনন্ত দোলায় 
          আনন্দ তরণী ছিল শুধু
এক মুঠো রোদ্দুর
•••
এক মুঠো রোদ্দুর 
          ঠেলে নিরাশার দোলা 
যত পারে তত দূর
•••
অভিমান যেথায় পুঞ্জীভূত মেঘ !
                             ঘটায় দুর্যোগ প্রবল বেগ !
     সেথায় বাড়ায় প্রীতি আলোর দ্যুতি
অমল মিষ্টি মধুর--এক মুঠো রোদ্দুর
•••
হাসির ঝিলিক বাহারি তিলক
                    ঘুচায় যত অকাল কীলক
মিঠে মেজাজি প্রেমতরণি--এক মুঠো রোদ্দুর
•••
প্রেম প্রীতি হাস্য মুখ
                           স্বপ্নিল আশা পরম সুখ
   এ যে আশিস দোলা ,মনের খেলা •••
দানে শুধু এক মুঠো রোদ্দুর
•••
  রস বাহারি আমেজি নেশা  
                             প্রেমানন্দ  প্রাণেতে মেশা•••
অম্লান প্রেমসুন্দর
••• সেই এক মুঠো রোদ্দুর •••
                           ***********                         
                                                      

  #ঝোড়োমেঘ#
   23 -2 -18 ইং ,
     শিলং l
                                              

কোন মন্তব্য নেই: