“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

গজব হিসেব





  ।। সিক্তা বিশ্বাস ।।

রে ! এইতো দেখছি হাসি-খুশি
ঐ যে দেখলাম মুখ বেজার !
কেমন ধারা খেয়াল ছাড়া !
চুলচেরাতেই রাগ-বাহার !

দেওয়া-নেওয়া আবেগ ছোঁয়া
•••
ফুরফুরে এক
  আবহাওয়া •••
কোথাও হিসেব উল্টো হলে
 
খুশির বদলে
  দমকা হাওয়া !
আকাশ ছোঁয়া অনন্ত রাগ •••
অলক্ত রাঙা আবেগি সোহাগ
 
বেঠিক হিসেবে মান-অভিমান !
নিমখুন যেন প্রয়োগে কামান
  !
ভাবছি শুধু অবাক হয়ে !
কি করে রই হিসেব সয়ে !
আজব পৃথিবীর গজব হিসেব !
মানতে মানতেই জীবন বেহিসেব !
#ঝোড়োমেঘ# 
  
     19-2-18  ইং ,
     শিলং l


কোন মন্তব্য নেই: