“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

ছান্দকি কথা















।। মধুমিতা নাথ।।


ধু ছান্দকিদের খাবার দেখলে বড্ড খাঁই খাঁই
ওরা চুরিও করে , খাবারও খায় , ধরাও পড়ে তাই।
হবুর দেশে আজব কাণ্ড কত কিছু ঘটে !
মধু ছান্দকিরা দাগী চোরও বটে !!

চোর চাই , আমাদের চোর ব্যাটাকেই চাই !
সভ্য রূপে(!) খাদ্য ছেড়ে খাদক ধরে খাই
প্যায়দা বলে , কানটা মুলে ঘাড়টা ধরে আন
কায়দা করে গামছা বেঁধে হ্যাঁচকা মেরে টান ।।

ছান্দকিদের উচিত সাজা চাই !
ধর ব্যাটাদের মার ব্যাটাদের ছাল ছাড়িয়ে যাই ---
মারের চোটে রক্তে আগুন দ্বিগুণ যখন জ্বলে
ছান্দকিরা মিছিল করে মৃতদেহের দলে

গবুর দেশে হবু রাজার বড্ড ভাবনা তাই
ছান্দকিদের মারছে যারা তাদের বিচার চাই
আমরা আছি ভদ্রবেশী মোসাহেবের দল
ছান্দকিদের জন্য ফেলি মেকি চোখের জল

ছান্দকিরা রক্তবীজের বংশ পরম্পরা
ভাত জুটেনা , করলে চুরি ওরাই পড়ে ধরা
টাকার কুমীর নীরব ছিল , পুকুর চুরি করে
পালিয়ে গেল ,  ছান্দকিরা বেঘোর মরা মরে !

যদি মরে মাগনে
হবু নাচেন ফাগুনে
যদি ভাগে ঋণের শেষ
ধন্যি হবু পুণ্যি দেশ !!

         --------------//------------


কোন মন্তব্য নেই: