“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮

অক্ষয়


 ।। সিক্তা বিশ্বাস ।।











ভুল বোঝাবুঝি !?
এ যে মনের দায় ! সোজাসুজি !
যদি বলিস এড়িয়ে চলি !
তবে একি আমার একার দায় !? তাও বলি ,
শোন , নেই শুধু তোর একার মন ,
যে করেছে আমায় আপন !
আমিও তো কিছুই রাখিনি গোপন !
আর যদি বলিস শুধুই মান ---
এ ও যে কেবল তোরই দান !
জানেন শুধু ভগবান ।
তবে আজ শুধু কথা দিয়ে
 
যাবো সব বাঁধা এড়িয়ে !
থাকবো সাথে গণ্ডি পেড়িয়ে ,
রবো
  দুজনে আবার একই ফ্রেমে জড়িয়ে ,
যেথায় নাহি লয় ! আছে শুধুই প্রেমের জয় !
প্রমাণিত ভালোবাসা চির অক্ষয় ।


#ঝোড়োমেঘ#
     # ঝোড়োমেঘ সংকলন#
           শিলং - ৪ ।

কোন মন্তব্য নেই: