“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮

নরকস্থ ধরা



               
    ।।         রফিক উদ্দিন লস্কর          ।।

(C)Image:ছবি








রকস্থ ধরা, ইথারে ইথারে আন্দোলিত হয়
কংকালসার শ্রেষ্ঠ জীবের কান্নার আওয়াজ,
 
শুনতে পাচ্ছো তুমি! না খেয়ে কতদিন বাঁচি?
বিশ্বসভ্যতার চরম উন্নতি ও অগ্রগতির যুগে
কিছু খুঁজে পাইনা ডাস্টবিন ও পুরো খালি।
গাছের পাতা, পোষা কুকুরছানা তা ও শেষ
বাকি রয়েছে শুধু আমার আদরের বিড়াল।
শ্বাস নিতে পারিনা, কেমন কেমন যেন লাগে
কি যেন মিশে ভারি করে দিয়েছে আজকাল।
বড্ড ভয় লাগে! বাঁচতে নয়, মরতে গিয়ে ও
কারণ! সারা পৃথিবী আমাকে তাড়াতে চায়,
পৃথিবীর আলো দেখার সুযোগ পেয়ে আমি
আর বাঁচতে পারিনি, খুঁজে পাইনি মাতৃসুধা।
বৃক্ষরা ও জ্বলে গেছে রস খুঁজে পাননি মা
 
শুনতে পাই হাহাকার ও ক্ষুধার আহাজারি
বড়ই অসহনীয়, অবর্ণনীয় নিষ্পাপের মৃত্যু।


২৭/০২/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)


কোন মন্তব্য নেই: