।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
ভাষার আছে মাত্র দুটি শব্দ--
মানুষ আর অমানুষ,
মাঝে এক বোধ
নির্মাণ ও ধ্বংসের নেশা
অতীত নয়তো আগামীর।
মানুষ আর অমানুষ,
মাঝে এক বোধ
নির্মাণ ও ধ্বংসের নেশা
অতীত নয়তো আগামীর।
ভাষার আছে মাত্র দুটি শব্দ--
তুমি আর আমি,
মাঝে এক গতি
স্পৃশ্য ও অস্পৃশ্য মায়া
লোভ নয়তো ত্যাগে।
তুমি আর আমি,
মাঝে এক গতি
স্পৃশ্য ও অস্পৃশ্য মায়া
লোভ নয়তো ত্যাগে।
ভাষার আছে মাত্র দুটি শব্দ--
দুর্বল আর সবল,
মাঝে এক শক্তি
শরীর ও যান্ত্রিকতায়
আগে নয়তো পিছে।
দুর্বল আর সবল,
মাঝে এক শক্তি
শরীর ও যান্ত্রিকতায়
আগে নয়তো পিছে।
ভাষার আছে মাত্র দুটি শব্দ--
জীবন আর মৃত্যু,
মাঝে এক শরীর
সরব ও নীরব ঘূর্ণি
আলোয় নয়তো আঁধারে।
জীবন আর মৃত্যু,
মাঝে এক শরীর
সরব ও নীরব ঘূর্ণি
আলোয় নয়তো আঁধারে।
একটি অনুভবের ভেলা রক্তনদীতেই যখন
রক্তপাত আর নয়।
দুটি শব্দ একুশের হয়ে বেঁচে থাক।
রক্তপাত আর নয়।
দুটি শব্দ একুশের হয়ে বেঁচে থাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন