“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮

একুশের শব্দ

।। অভীক কুমার দে ।।

(C)Image:ছবি









ভাষার আছে মাত্র দুটি শব্দ--
মানুষ আর অমানুষ,
মাঝে এক বোধ
নির্মাণ ও ধ্বংসের নেশা
অতীত নয়তো আগামীর।
ভাষার আছে মাত্র দুটি শব্দ--
তুমি আর আমি,
মাঝে এক গতি
স্পৃশ্য ও অস্পৃশ্য মায়া
লোভ নয়তো ত্যাগে।
ভাষার আছে মাত্র দুটি শব্দ--
দুর্বল আর সবল,
মাঝে এক শক্তি
শরীর ও যান্ত্রিকতায়
আগে নয়তো পিছে।
ভাষার আছে মাত্র দুটি শব্দ--
জীবন আর মৃত্যু,
মাঝে এক শরীর
সরব ও নীরব ঘূর্ণি
আলোয় নয়তো আঁধারে।
একটি অনুভবের ভেলা রক্তনদীতেই যখন
রক্তপাত আর নয়।
দুটি শব্দ একুশের হয়ে বেঁচে থাক।

কোন মন্তব্য নেই: