।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
ঐ
মানুষগুলো কেনো এমন হয়?
বিশ্বাসের ঘর চুরি করে বসে
মনে হয় অবিশ্বাসে পেয়েছে প্রশ্রয়।
আজ আপন যারা দূরে চলে যায়
পরিশেষে দুরের মানুষ কাছেই রয়,
ঐ মানুষগুলো কেনো এমন হয়?
ভাবতেই থাকি শুধু...
রক্তের বন্ধনে ঘাটতি কি আছে?
বিশ্বাস বলি দেয় স্বার্থের কাছে,
আপনজনকে বহুদূর ঠেলে দেয়
জোর করে সর্বস্ব কেড়ে নেয়।
পাশ ঘেঁষে থাকবে যদি আসে সুসময়,
বসে বসে হাসবে পড়ে যদি দুঃসময়।
সত্যি, মানুষ এমন হয়?
মুখের কথায় আর নেই কোন দাম
ঘাম ফেলে করে কাজ মিলবে কি নাম?
ফাঁকিবাজ হও যদি পাইবে প্রশ্রয়,
ঐ মানুষগুলো কেনো এমন হয়?
সৎ হয়ে বাঁচলে জুটবে কি অন্ন!
উৎপাত করো যদি সব্বাই প্রসন্ন।
বিশ্বাসের ঘর চুরি করে বসে
মনে হয় অবিশ্বাসে পেয়েছে প্রশ্রয়।
আজ আপন যারা দূরে চলে যায়
পরিশেষে দুরের মানুষ কাছেই রয়,
ঐ মানুষগুলো কেনো এমন হয়?
ভাবতেই থাকি শুধু...
রক্তের বন্ধনে ঘাটতি কি আছে?
বিশ্বাস বলি দেয় স্বার্থের কাছে,
আপনজনকে বহুদূর ঠেলে দেয়
জোর করে সর্বস্ব কেড়ে নেয়।
পাশ ঘেঁষে থাকবে যদি আসে সুসময়,
বসে বসে হাসবে পড়ে যদি দুঃসময়।
সত্যি, মানুষ এমন হয়?
মুখের কথায় আর নেই কোন দাম
ঘাম ফেলে করে কাজ মিলবে কি নাম?
ফাঁকিবাজ হও যদি পাইবে প্রশ্রয়,
ঐ মানুষগুলো কেনো এমন হয়?
সৎ হয়ে বাঁচলে জুটবে কি অন্ন!
উৎপাত করো যদি সব্বাই প্রসন্ন।
১৮/০২/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন