।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
একমুঠো ভাত চাইলেই
বদলে যায় গোলার্ধ ?
দলের পর দল আসে, প্রমাণ দিয়ে যায়--
নাগরিক...
আমার দ্রাঘিমাংশ বলে--
এ নগর আজও আদিম, শুধু কাপড় পড়ে,
সবাই বেনিফিশিয়ারি, আর তুই ?
.
মধ্যরেখা বরাবর অভাবের টর্নেডো
জোড়াতালির সিঁড়ি বেয়ে ঘাড়ের কাছে,
টিক্ টিক্ ঘড়ি চলছে শিরার ভেতর
যন্ত্রণায় ভুলে যাই 'ঘোড়ায় চড়িলো...'
.
অক্ষরেখা হয়ে খবর আসে-- চাল নেই,
সিঁথি চুঁইয়ে নেমে আসে কারো মায়ের গালি।
একমুঠো ভাত চাইলেই বদলে যায় গোলার্ধ,
অথচ মতদানের দাতা আমি-ও !
এ'দেশ তবে চক্রের পক্ষপাত দোষেই দুষ্ট।
দলের পর দল আসে, প্রমাণ দিয়ে যায়--
নাগরিক...
আমার দ্রাঘিমাংশ বলে--
এ নগর আজও আদিম, শুধু কাপড় পড়ে,
সবাই বেনিফিশিয়ারি, আর তুই ?
.
মধ্যরেখা বরাবর অভাবের টর্নেডো
জোড়াতালির সিঁড়ি বেয়ে ঘাড়ের কাছে,
টিক্ টিক্ ঘড়ি চলছে শিরার ভেতর
যন্ত্রণায় ভুলে যাই 'ঘোড়ায় চড়িলো...'
.
অক্ষরেখা হয়ে খবর আসে-- চাল নেই,
সিঁথি চুঁইয়ে নেমে আসে কারো মায়ের গালি।
একমুঠো ভাত চাইলেই বদলে যায় গোলার্ধ,
অথচ মতদানের দাতা আমি-ও !
এ'দেশ তবে চক্রের পক্ষপাত দোষেই দুষ্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন