মূল অসমিয়া:রোশন আরা বেগম,
অনুবাদ:
পার্থ সারথি দত্ত
(C)Image:ছবি |
শূলে দেওয়া মানুষটির মতোই
লম্বা
করে কেটে,বেঁধে ফেলে কর্কশ কথাটি
গোধূলির
সূচনায় তিরের মতো
ছোঁ
মেরে নেমে আসা
বৃষ্টির
কয়েকটি ফোটা
এক
শোষণে গিলে ফেলল
কচি
পাতার গানের কলিগুলো
উঁচু
দেহটি দিয়ে নেমে
কথাটি
অন্ধকারে মিশে গেল
পুবে
ভোরের ঈষৎ আলো উঁকি দেওয়া অব্দি
খালি বোতলটার কাছে মুখ থুবরে পড়ে থাকে
নেশাখোর দেহটি ৷
-------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন