।। অভীক কুমার দে ।।
(C) |
পথিক, তুমি পার হতে চাও ?
নদীর সাঁকো আমি
ব্যবহার করবে করো,
আমাকেই করো,
যতটুকু পারো ব্যবহার করো
সইতে পারি বা না পারি।
.
তুমি আমি পথিক কিংবা সাঁকো
নদী নই,
নদী নয় তুমি আমি
নদীর আছে স্রোত, আছে গভীরতা,
আছে শব্দ, আছে সুর
তাল, ছন্দ আর নীরবতায়
ওখানে শান্তি আছে।
তুমি তো পথিক
পর হতে জানো
তাই আমি নদীর সাঁকো।
.
সাঁকো আমি আজও অনেক দূরে
নদীর উপর ঝুলে থাকা,
উপর উপরে ঝুলে
দোলনায় দুলে
রোদ্ররঙ গিলেছি অনেক,
জানি, একদিন শান্তি আছে।
যদি হৃদয় ধুতে পারো ব্যবহার করো,
আমাকেই করো,
যতটুকু পারো ব্যবহার করো
সইতে পারি বা না পারি...
পথিক, আমি নদীর সাঁকো।
নদীর সাঁকো আমি
ব্যবহার করবে করো,
আমাকেই করো,
যতটুকু পারো ব্যবহার করো
সইতে পারি বা না পারি।
.
তুমি আমি পথিক কিংবা সাঁকো
নদী নই,
নদী নয় তুমি আমি
নদীর আছে স্রোত, আছে গভীরতা,
আছে শব্দ, আছে সুর
তাল, ছন্দ আর নীরবতায়
ওখানে শান্তি আছে।
তুমি তো পথিক
পর হতে জানো
তাই আমি নদীর সাঁকো।
.
সাঁকো আমি আজও অনেক দূরে
নদীর উপর ঝুলে থাকা,
উপর উপরে ঝুলে
দোলনায় দুলে
রোদ্ররঙ গিলেছি অনেক,
জানি, একদিন শান্তি আছে।
যদি হৃদয় ধুতে পারো ব্যবহার করো,
আমাকেই করো,
যতটুকু পারো ব্যবহার করো
সইতে পারি বা না পারি...
পথিক, আমি নদীর সাঁকো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন