“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

আলতো








।। সিক্তা বিশ্বাস ।।

হৃদয় নয় এক যন্ত্র কেবল !
ভাব-আবেগ তার চরম প্রবল •••
মুহূর্তে যে লয় আপন করে !
আবার ক্ষীণ আঘাতে দেয় দূর করে !

এ যে এক ভরা দীঘি •••
ফোটে তাতে স্নিগ্ধ কমল •••
রাখতে হয় চির শুদ্ধসারে
যেমন পদ্ম-পাতায় স্ফটিক জল •••

অশুচি তার চোরাবালি !
লুকিয়ে থাকে পাঁকে পাঁকে !
নজর কেবল ডাকাতি তার !
পেরিয়ে আসা বেজায় ভার !

নয় যে সে কা'রো বশে !
রাখতে হয় যতনে প্রেমের রসে •••
ক্ষীণ আঘাতেও রক্ত ক্ষরে !
সম্পর্কের ঘনত্ব অনুসারে  !
      ****************

*ঝোড়োমেঘ*,,,,,২৬ -২ -১৮ ইং,
       শিলং l


কোন মন্তব্য নেই: