।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
মন যদি জামা হতো খুলে দেখতাম
খুলে দেখতাম কলারে কেমন দাগ।
.
জড়িয়ে থাকা কাপড়, কাপড়ে সুতো
কেমন অচেনা হতে পারে
জামা হলেই খুলে দেখতাম।
.
ময়লা জমে জমে প্রিয়-ও একদিন অপ্রিয়।
.
মন যদি জামা হতো তার ভেতরে আমি;
বোঝা যেতো ঐ ঘাড়েও ময়লা জমে
ঘাড়ের পিছেও কালো।
খুলে দেখতাম কলারে কেমন দাগ।
.
জড়িয়ে থাকা কাপড়, কাপড়ে সুতো
কেমন অচেনা হতে পারে
জামা হলেই খুলে দেখতাম।
.
ময়লা জমে জমে প্রিয়-ও একদিন অপ্রিয়।
.
মন যদি জামা হতো তার ভেতরে আমি;
বোঝা যেতো ঐ ঘাড়েও ময়লা জমে
ঘাড়ের পিছেও কালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন