।। রফিক উদ্দিন লস্কর।।
(C)Image:ছবি |
রক্তের
রঙ তো ভিন্ন নয়
কিন্তু......
মানুষের মন মানসিকতা
এতো ভিন্ন কেনো?
কে হিন্দু,কে অহিন্দু
কে মুসলিম, কে অমুসলিম
এই রোগ অনেকের।
হোক সত্য, হোক অসত্য
কেউ কি সুস্থ মাথায় খোঁজে।
শুধু ঘেউ ঘেউ করে
অন্যের সাথে জুড়ি মেলাতে।
আগুনে ঘি ঢালা বর্তমান স্বভাব,
তবু ও হুঁশ হয়নি, কারণ জন্মান্ধ।
মুখে কুলুপ এঁটে কেউ দেয়নি
কারণ ওর বাক্ স্বাধীনতা আছে।
সমাজ অনেক মূল্য দেয়!
বাহ! কম কিসে আওয়াজ তোল।
আমরা সংখ্যায় মোটেই কম নই,
আর সইবো না অত্যাচার,জুলুম
এই মনোভাব নিয়ে প্রায় চলাচল।
---------------------------------------------
০২/০২/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)
কিন্তু......
মানুষের মন মানসিকতা
এতো ভিন্ন কেনো?
কে হিন্দু,কে অহিন্দু
কে মুসলিম, কে অমুসলিম
এই রোগ অনেকের।
হোক সত্য, হোক অসত্য
কেউ কি সুস্থ মাথায় খোঁজে।
শুধু ঘেউ ঘেউ করে
অন্যের সাথে জুড়ি মেলাতে।
আগুনে ঘি ঢালা বর্তমান স্বভাব,
তবু ও হুঁশ হয়নি, কারণ জন্মান্ধ।
মুখে কুলুপ এঁটে কেউ দেয়নি
কারণ ওর বাক্ স্বাধীনতা আছে।
সমাজ অনেক মূল্য দেয়!
বাহ! কম কিসে আওয়াজ তোল।
আমরা সংখ্যায় মোটেই কম নই,
আর সইবো না অত্যাচার,জুলুম
এই মনোভাব নিয়ে প্রায় চলাচল।
---------------------------------------------
০২/০২/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন