।। অভীক কুমার দে ।।
(C)image:ছবি |
চলন থেকেই চাষের মাটিকে জানি
আকাশের নিচে লালন করি আজীবন।
ষড়যন্ত্রকারীর অভাব থাকে না ফসলের দিনে,
এঁড়ে- লাগা ফসলও জানে--
রকমারি বিনিয়োগের দ্রোপদী আজও মাটি।
আকাশের নিচে লালন করি আজীবন।
ষড়যন্ত্রকারীর অভাব থাকে না ফসলের দিনে,
এঁড়ে- লাগা ফসলও জানে--
রকমারি বিনিয়োগের দ্রোপদী আজও মাটি।
জন্মদিনের রাতে উপহার পেলেই কেউ চাষি নয়,
মাটির দেশে বীজঘুম- চারাজীবন থেকে মা হয়ে ওঠা
ইনকিলাবের বাতাস দেখেছে ইজারায় ইঁদুরজালি।
মাটির দেশে বীজঘুম- চারাজীবন থেকে মা হয়ে ওঠা
ইনকিলাবের বাতাস দেখেছে ইজারায় ইঁদুরজালি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন