।। অভীক কুমার দে।।
(C)Image:ছবি |
.
যখন দু'পত্র মেলবো বলে
কথা দিয়েছি বাতাসের কাছে
কারা যেন গন্ধ শুঁকে খুঁটে দেখছে বীজ !
বুকভরা ব্যথা জমা করি মাটির কাছে।
কেন জানি মাটিও নীরব
চেয়ে থাকে পচন আমার আর ক্ষত ঢাকে
কারা যেন তখনও খুঁটে নির্যাস !
....................
যখন দু'পত্র মেলবো বলে
কথা দিয়েছি বাতাসের কাছে
কারা যেন গন্ধ শুঁকে খুঁটে দেখছে বীজ !
বুকভরা ব্যথা জমা করি মাটির কাছে।
কেন জানি মাটিও নীরব
চেয়ে থাকে পচন আমার আর ক্ষত ঢাকে
কারা যেন তখনও খুঁটে নির্যাস !
....................
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন