“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

মন-রতন









 ।। সিক্তা বিশ্বাস।।

লেখ মন অতি যতনে
ইচ্ছে আবেগ যা আছে মনে
সবুজ মনে ভরাও খাতা
 
বাহারি মনের চিনার পাতা l
দুনিয়াদারির করোনা পরোয়া ,
সবাই চায় হওনা ঘরোয়া
  !
মনের বাহার নিত্য আহার ,
জীবন ধারণে সুচারু ব্যবহার l
বলে বলুক নিন্দুকেরা  !
তোমার জীবনে ওরা কারা !?
তুমি যে মন সেরার সেরা ,
রাখতে হবে দিয়ে মজুদ বেড়া !
থাকো যদি মন আনন্দ আবেগে ,
সুগন্ধি আতর ছড়াবে উচ্ছ্বাসিতবেগে ....
আনন্দলহরি উঠবে
  দিগ্-বিদিকে ----
জয়োধ্বনি নিশ্চিত শেষরাগে
  ll
##  ঝোড়োমেঘ সংকলন ##
       শিলং -  4 l

কোন মন্তব্য নেই: