।। অভীক কুমার দে।।
(C)Image:ছবি |
.
পাহাড়ের গা বেয়ে সরু রাস্তা পাহাড়ের চূড়ায়
যেখানে একাকী অন্নচন্দ্র পাড়া
দু'পাশের শরীরী বাঁক বনজ শাড়িতে ঢেকে
ভুলুঙ্গা ফুল গেঁথেছে খোঁপায়,
নেশাখা বাহার মায়াবী চোখ থেকে ঝর্ণা ঝিলিক বয়ে আনে প্রবাদের বনকথা।
এভাবেই জেগে থাকা কোয়াইফাং,
বাঁচিয়ে রাখে কোন পাছরা বোনা কুমারী মেয়ের গান।
.
* নেশাখা- উপরের দিকে তাকিয়ে থাকা।
পাহাড়ের গা বেয়ে সরু রাস্তা পাহাড়ের চূড়ায়
যেখানে একাকী অন্নচন্দ্র পাড়া
দু'পাশের শরীরী বাঁক বনজ শাড়িতে ঢেকে
ভুলুঙ্গা ফুল গেঁথেছে খোঁপায়,
নেশাখা বাহার মায়াবী চোখ থেকে ঝর্ণা ঝিলিক বয়ে আনে প্রবাদের বনকথা।
এভাবেই জেগে থাকা কোয়াইফাং,
বাঁচিয়ে রাখে কোন পাছরা বোনা কুমারী মেয়ের গান।
.
* নেশাখা- উপরের দিকে তাকিয়ে থাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন