“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

বিদায়


         ।।         রফিক উদ্দিন লস্কর         ।।

(C)Image:ছবি









ড়ির কাঁটা চলছে জোরে সময় নাহি বেশিক্ষণ,  
পুরাতন বর্ষ চলে যাবে ঘটবে নববর্ষের আগমন।
কেটে যাবে আজিকার দিন কিছুটা ঘণ্টা পরে,
পুরানো বছর লইবে বিদায়, সময়ের হাত ধরে।
মূল্যহীন হয়ে যাবে দেয়ালে টাঙানো ক্যালেন্ডার,
সরে যাবে দূরে যতই থাকুক তার রূপের বাহার।
সুখেদুঃখে পাশে ছিলো কিন্তু আজ বিষাদে মলিন,
কাল থেকে সে হবে গৃহহারা, ঠাঁই হবে ডাস্টবিন।
ঘরে সাজানো ফুলদানিরা আজ মনে মনে ভাবে;
কতো স্মৃতি জড়ানো তারা মন থেকে মুছে যাবে।
এমনি ধারায় পার হয়ে গেছে আজ অনেকটা বর্ষ,
বিদায়ে ভাসে চোখের জলে, নবীনেরা করে স্পর্শ।
পুরানো দিনের কথা ভেসে উঠে স্মৃতির আয়নায়,
মনের গভীরে ছন্দে বাজে গীত আজ বর্ষ বিদায়।


৩১/১২/২০১৭ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: