।। এম রিয়াজুল আজহার লস্কর ।।
(C)Image:ছবি |
@
কার ছড়াটা এই ভুবনে ঢেউটা খেলে ছোটে ?
কার ছড়াতে সোনার শিশু পুষ্প হয়ে ফোটে ?
কার ছড়াতে রাজ্য শিশুর, স্বপ্নশিশু ভাসে ?
কার ছড়াতে তুফান খুশির ভুবন সুখে হাসে ?
বলতে পারো, কার ছড়াতে হৃদয়ভুবন নাচে ?
কার ছড়াতে পথ পেয়েছি, বাংলা আলোয় বাঁচে ?
কার ছড়াতে মুলুক আজব, অন্যরকম ছবি ?
মনআকাশে ভাসছে কেবল যোগীন্দ্রনাথ কবি।
@
( হাইলাকান্দি / আসাম )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন