“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

জয়

              
।। রফিক উদ্দিন লস্কর।।

(C)Image:ছবি













শা নিয়ে ছুটছি যখন
সত্য পথে চলবো ভাই,
করতে হবে হৃদয়টাকে
লোহার মত শক্ত তাই।
বিশ্বাসেতে ছুটছি আমি
হবে কিন্তু এবার জয়,
বলব যাহা করবো তাহা
নেই তাতে কোন ভয়।
আকাশ পানে পাড়ি দিয়ে
দূরকে কাছে করে নেবো,
বিজয় মশাল হাতে নিয়ে
অন্ধকারকে ঠেলে দেবো।



১১/১২/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: