হতে পারতো
.
ভেতর ঘটনা সব কাহিনী হতে পারতো
.
অচেনা ঢেউ আসে
মুছে যায় পায়ের চিহ্ন সব।
.
একঢালু সমতল শরীর শুয়ে থাকে
ফাঁকা বুক, বিস্মৃতির কাঁকর জাগে,
ফিরে যায় জল।
.
ফিরে আসবে বলে হয়তো
চেয়ে থাকি
নতুন পা হেঁটে যায়,
মুহূর্ত সাজে এবং আবার ঢেউ,
আবার...
.
আমার মুহূর্তগুলো খুঁজি
ভেসে ওঠে অগণিত লাশ,
যদিও ঘটনা সব কাহিনী হতে পারতো...
.................
অভীক কুমার দে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন