।। শিবানী দে।।
মানুষ পোড়া আমিষ গন্ধে পাগল কিছু লোক---
শোর শোনা যায়, এপ্রান্তেও
আগুন লাগা ঝোঁক।
এদিক থেকে তুমি পোড়াবে, আগুন হবে ধার,
ওধার থেকে সে পোড়াবে, দুইয়ে দুইয়ে
চার ।
ছড়াবে তুরন্ত, সুতীব্র
বেসামাল দাবানল,
ছড়িয়ে গিয়ে দুধারি আগুন হয়ে যাবে একদল ।
তখন তার আর নেই ভেদাভেদ, হিন্দু মুসলমান---
দখিন, পশ্চিম
উত্তর পুবে মানুষ পোড়া ঘ্রাণ।
ঘরপোড়া ছাই, শস্যের খেত
আগুনপোড়া মাঠ,
ফলন্ত গাছ, পশু পাখি
গরুমহিষের বাট,
আগুন-শুকনো
জলাশয়ে ভস্ম ঝরায় বিষ--
ধর্ম পোড়া, গ্রন্থ পোড়া, পোড়া অহর্নিশ,
নীতি রাজনীতি পোড়া, পোড়া প্রেম পিরীত,
জীবনজনম সকল পোড়া, পোড়া
প্রজন্মের ভিত।
পুড়তে পুড়তে যখন ভস্মে সকল একাকার
তখন তুমি দেখবে কোথায় থাকে অহংকার।
তোমার বলদর্প, তোমার ধর্ম, তোমার ধ্বজা,
তোমার সংজ্ঞা, পরিচয় আর
কিছু আছে যা যা---
তোমার চোখ, তোমার মন, তোমার এই শরীর
ভস্মীভূত না হয় যদি, থাকবে কি
সুস্থির
কুরুক্ষেত্রের কারবালার শ্মশান প্রান্তে ঠাঁই,
ফ্যালফেলিয়ে দেখবে যখন আত্মজনের ছাই?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন