।। অভীক কুমার দে ।।
(C)Image:ছবি |
১●
কাকভোর, কালোর ঘরে আলো প্রসব,
গোধূলিবেলায় আলোর ঘরে কালো,
দুদিকেই বেড়ে ওঠে দৃশ্য আর অদৃশ্যের ধাঁধা কবর।
.....
২●
সাদা পায়রা উড়বে বলেই ডানায় মাখি রোদ
অথচ অকাল কুয়াশায় ঢেকে যায় আকাশ !
.....
৩●
একদিন মনের উঠোনে ঝাপসা চাঁদ,
গল্প শোনায় শীত,
উষ্ণতা হারায় বুক আর কেঁপে ওঠে।
.....
৪●
অসংখ্য হোঁচটের পর বিন্দু থেকেও জীবন
স্পষ্ট হতে হতেই উড়ন্ত পাখি আবার হারায় বিন্দুতে
মাঝে লাটাই ঘোরানো শব্দ।
কাকভোর, কালোর ঘরে আলো প্রসব,
গোধূলিবেলায় আলোর ঘরে কালো,
দুদিকেই বেড়ে ওঠে দৃশ্য আর অদৃশ্যের ধাঁধা কবর।
.....
২●
সাদা পায়রা উড়বে বলেই ডানায় মাখি রোদ
অথচ অকাল কুয়াশায় ঢেকে যায় আকাশ !
.....
৩●
একদিন মনের উঠোনে ঝাপসা চাঁদ,
গল্প শোনায় শীত,
উষ্ণতা হারায় বুক আর কেঁপে ওঠে।
.....
৪●
অসংখ্য হোঁচটের পর বিন্দু থেকেও জীবন
স্পষ্ট হতে হতেই উড়ন্ত পাখি আবার হারায় বিন্দুতে
মাঝে লাটাই ঘোরানো শব্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন