“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

ফাঁকা

।। অভীক কুমার দে ।।


(C)Image:ছবি














কাকভোর, কালোর ঘরে আলো প্রসব,
গোধূলিবেলায় আলোর ঘরে কালো,
দুদিকেই বেড়ে ওঠে দৃশ্য আর অদৃশ্যের ধাঁধা কবর।
.....

সাদা পায়রা উড়বে বলেই ডানায় মাখি রোদ
অথচ অকাল কুয়াশায় ঢেকে যায় আকাশ !
.....

একদিন মনের উঠোনে ঝাপসা চাঁদ,
গল্প শোনায় শীত,
উষ্ণতা হারায় বুক আর কেঁপে ওঠে।
.....

অসংখ্য হোঁচটের পর বিন্দু থেকেও জীবন
স্পষ্ট হতে হতেই উড়ন্ত পাখি আবার হারায় বিন্দুতে
মাঝে লাটাই ঘোরানো শব্দ।

কোন মন্তব্য নেই: