।। অভীক কুমার দে ।।
![]() |
| (C)Image:ছবি |
.
আমার মাটি শরীর।
যখন থেকে যৌবন এসেছে
ধানগোছা শাড়ির সাথে সব্জি ছবির ব্লাউজ
ভীষণ ভালো লাগে,
ঠিক এমন সেজেগুজে ভিজে গেলে
বাতাসের তরতাজা স্পর্শ
আমার শিহরণ...
সিঁথিপথের নদী জানে
একলা কাটানো সময় আনমনা গুনগুন
কোন অজানা সুর নয়,
ফসলের অঙ্কুরেই মা হয়ে উঠি।
........................

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন