।। অভীক কুমার দে।।
(C)Image:ছবি |
.
মনের ভেতর থাকো জেগে
তোমার মনের আমি,
আমি'র ভেতর খুঁজে দেখি
নিজের মনই দামি।
বাতাস বাতাস উষ্ণ শীতল
শূণ্য থেকে ছন্দে,
যখন তখন তাল কাটে তার
হিসেবনিকেশ দ্বন্দ্বে।
জীবনবেলায় কতক খেলায়
ভেতর ভেতর খুঁজি,
চলন শেষে ধোঁয়ায় মেশে
তোমার আমার পুঁজি।
মনের ভেতর থাকো জেগে
তোমার মনের আমি,
আমি'র ভেতর খুঁজে দেখি
নিজের মনই দামি।
বাতাস বাতাস উষ্ণ শীতল
শূণ্য থেকে ছন্দে,
যখন তখন তাল কাটে তার
হিসেবনিকেশ দ্বন্দ্বে।
জীবনবেলায় কতক খেলায়
ভেতর ভেতর খুঁজি,
চলন শেষে ধোঁয়ায় মেশে
তোমার আমার পুঁজি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন