“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

~~এক ঝাঁক প্রশ্নবাণ~~


।। সিক্তা বিশ্বাস।।



হিমেল রাতে বসি বিজনে 
ব্যস্ত
  শুধু তারা সমীক্ষণে   ,
সন্দিগ্ধ চিত্তে মনে মনে ---
ঝঞ্ঝা ওঠে প্রশ্নবাণে
 
তারারা কি কথা কয় !?
তবে কেন আজ এমনি নীরব রয় ?
কিসের দ্বন্দ্ব ! নাকি দৃষ্টি গুণে !
অহেতুক আছে কি কিছু এই প্রাণে !?
জীবনে কেন এতো নিঃসঙ্গতা !?
এতো বাহার ! তবুও নেই কেন নিরাপত্তা !?
জীবন যদি হয় কেবলই বক্র -রেখার অবস্থান
  !
সহজ সরল জীবন-যাপন
  ,এ কেমন সমাধান  !?
পথ চলাতে পথ হারালো !
জীবন-সঙ্গীর কথা ফুরোলো !
 
মূক হয়ে রয় আপন বশে !
তবু বসে আজও তাঁর আশে ...
      ##ঝোড়োমেঘ##
#ঝোড়োমেঘ সংকলন#
          শিলং -- ৪ ।

কোন মন্তব্য নেই: