“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

সাদা-কালো


       ।।         রফিক উদ্দিন লস্কর       ।।

তুমি স্বপ্ন ছড়াও যখন ঐ  নীল আকাশের গায়,
কালো মেঘ, আমার কষ্টগুলো উড়িয়ে বেড়ায়।
বসে আলপনা আঁকো তুমি সোনালি রোদ্দুরে,
আমি বৃষ্টি নামাই পথে, মাটি কাঁপান আর্তস্বরে।
কদম কুড়াও এসে চঞ্চলা শ্রাবনের বৃষ্টি ধারায়,
আমার বিষন্ন দিন, কাটে বসে ঘরেরই কোনায়।
রাতের আকাশে শোভা পায় জোনাকির খেলা,
অমানিশার ঘোর কাটেনি মোর, শুধু করে হেলা।
সাদা কাগজ কালো হয় বৈশাখী দিনের ন্যায়,
তুমি রংধনু আঁক নিরিবিলি প্রজাপতির পাখায়।
আমি আমার মতো কষ্ট বুনি মাকড়সার জালে,
তুমি স্নিগ্ধ আকাশে শিশির ছড়াও হিম সকালে।
আলো নেই, শ্যাওলা পড়া মোর ঘরের দেওয়াল,
তোমার ঘরের ফুলদানি দেখে কতো হয় মাতাল।
                          *********
১৪/১২/২০১৭ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: