।। রফিক
উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
মাঝ সাগরে যাচ্ছি আমি ফিরবো না আর
ঘরে,
ভাবনা মাঝে থাকবো না আর ছুটি দিলাম
তোরে।
নেবো না আর সুবাস গায়ে ফুটলে ফুল
ভোরে,
যাচ্ছি আমি বহু দূরে সে এক অচেনা
অচিনপুরে।
ক্ষমা করো গাইবো না গান, তোমার
চেনা সুরে ,
কভু যদি নিঝুম রাতে কোন কাল বোশেখির
ঝড়ে।
আবার যদি বিকেল বেলা আমায় মনে পড়ে ,
শুধু ভেবেই যাবে দূর থেকে আমায় তোমার
করে।
যাওয়ার কালে উদাস মনে দাঁড়িয়ে থেকে
দ্বারে-
মনের কথা বলবে একা পাবে না গো আর
তারে।
পারো যদি এখন আমায় বেঁধে রাখো , ওরে
–
মাঝ সাগরে যাচ্ছি আমি ফিরবো না আর
ঘরে ...।
সাজিয়ে নিও তোমার বাগান তোমার মতো
করে,
আসবে উড়ে ভ্রমর -অলি ফুলের রেণুর
তরে।
***************
১৬/১২/২০১৭ইং
নিতাইনগর,হাইলাকান্দি
(আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন