।। রফিক উদ্দিন লস্কর ।।
(C)Image:ছবি |
এ
ব্যথা আমার কতটুকু যদি জানতে চাও হে প্রিয়,
তবে খাঁচায় বন্দী কোনো পাখির কাছে জেনে নিও।
দেখতে চাও যদি আমার ভিজে যাওয়া চোখ দু’টা,
তবে দেখে নিও জলে ডোবা কোনো পদ্মফুল ফোটা।
আগ্নেয়গিরিকে প্রশ্ন করো না কেন সে ঘুমিয়ে আছে,
বোবা মুখে চেয়ে থাকবে জবাব পাবে কি তার কাছে!
আর্তের বেদন কভু কি দেখেছো অতি কাছে থেকে,
দেখতে পারো ডানা ভাঙা ভ্রমরকে হাতে তুলে রেখে।
গুনতে চেয়োনা আকাশের তারা খুঁজে পাবে না শেষ,
গোনা যাবে না আমারই ব্যথা কেউ করবেনা পেশ।
যদি কোনদিন গোপন করতে চাও আমাদের পরিচয়,
ভোরের কুয়াশা দিয়ে ঢেকে দিও তাতে মন্দ কিছু নয়।
*********
২১/১২/২০১৭ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
তবে খাঁচায় বন্দী কোনো পাখির কাছে জেনে নিও।
দেখতে চাও যদি আমার ভিজে যাওয়া চোখ দু’টা,
তবে দেখে নিও জলে ডোবা কোনো পদ্মফুল ফোটা।
আগ্নেয়গিরিকে প্রশ্ন করো না কেন সে ঘুমিয়ে আছে,
বোবা মুখে চেয়ে থাকবে জবাব পাবে কি তার কাছে!
আর্তের বেদন কভু কি দেখেছো অতি কাছে থেকে,
দেখতে পারো ডানা ভাঙা ভ্রমরকে হাতে তুলে রেখে।
গুনতে চেয়োনা আকাশের তারা খুঁজে পাবে না শেষ,
গোনা যাবে না আমারই ব্যথা কেউ করবেনা পেশ।
যদি কোনদিন গোপন করতে চাও আমাদের পরিচয়,
ভোরের কুয়াশা দিয়ে ঢেকে দিও তাতে মন্দ কিছু নয়।
*********
২১/১২/২০১৭ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন