“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

সোজা কথা

                        
             ।।       রফিক উদ্দিন লস্কর     ।।

(C)Image:ছবি










ব্যথা আমার কতটুকু যদি জানতে চাও হে প্রিয়,
তবে খাঁচায় বন্দী কোনো পাখির কাছে জেনে নিও।
দেখতে চাও যদি আমার ভিজে যাওয়া চোখ দুটা,
তবে দেখে নিও জলে ডোবা কোনো পদ্মফুল ফোটা।
আগ্নেয়গিরিকে প্রশ্ন করো না কেন সে ঘুমিয়ে আছে,
বোবা মুখে চেয়ে থাকবে জবাব পাবে কি তার কাছে!
আর্তের বেদন কভু কি দেখেছো অতি কাছে থেকে,
দেখতে পারো ডানা ভাঙা ভ্রমরকে হাতে তুলে রেখে।
গুনতে চেয়োনা আকাশের তারা খুঁজে পাবে না শেষ,
গোনা যাবে না আমারই ব্যথা কেউ করবেনা পেশ।
যদি কোনদিন গোপন করতে চাও আমাদের পরিচয়,
ভোরের কুয়াশা দিয়ে ঢেকে দিও তাতে মন্দ কিছু নয়।
                                *********
২১/১২/২০১৭ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই: