।। সিক্তা বিশ্বাস।।
শীতের দেশের কন্যে আমি
শীতকে দারুণ চিনি ---
হাড়কাঁপানো ঠক ঠকানো
শীতকেই ভালো জানি l
শীতকে দারুণ চিনি ---
হাড়কাঁপানো ঠক ঠকানো
শীতকেই ভালো জানি l
গ্রীষ্ম হেসে বললে
আমায় ,
গাল পেড়েছিলে ,ভুলিনি তোমায় ,
এবার কাঁপো শীতের জন্যে
খোঁজো আমায় হয়ে হন্যে !
গাল পেড়েছিলে ,ভুলিনি তোমায় ,
এবার কাঁপো শীতের জন্যে
খোঁজো আমায় হয়ে হন্যে !
হাসি আমি মনে মনে ,
শীতের আমেজ ক'জন জানে !
হিমেল শীতের বরফ বৃষ্টি
প্রকৃতির এক অমোঘ সৃষ্টি l
শীতের আমেজ ক'জন জানে !
হিমেল শীতের বরফ বৃষ্টি
প্রকৃতির এক অমোঘ সৃষ্টি l
বললাম হেসে ,
সুয্যিমামা দেয়না ফাঁকি ,
কোনকালেই পড়েনা বাকি !
তোমার তালে যেমনি চলে
শীতের কালেও কথা বলে l
সুয্যিমামা দেয়না ফাঁকি ,
কোনকালেই পড়েনা বাকি !
তোমার তালে যেমনি চলে
শীতের কালেও কথা বলে l
তাইতো,
আমার শীত হিমেল হাওয়ার কমলাবনে ,
বাহারি রূপে --- হলুদ পাতার সবুজ বনে
পড়াশুনা বিহীন ছুটির দিনে ,
চাই যে তারে মনের কোণে l
আমার শীত হিমেল হাওয়ার কমলাবনে ,
বাহারি রূপে --- হলুদ পাতার সবুজ বনে
পড়াশুনা বিহীন ছুটির দিনে ,
চাই যে তারে মনের কোণে l
শীত যে আমার গরম পশমে ,
গল্পের বই আর চিনে বাদামে ,
লেপ-কম্বলে মোড়া উষ্ণতার আরামে
কিংবা গরম চায়ের পেয়ালা চুমে l
গল্পের বই আর চিনে বাদামে ,
লেপ-কম্বলে মোড়া উষ্ণতার আরামে
কিংবা গরম চায়ের পেয়ালা চুমে l
আমার শীত যে
পিঠে-পুলির আমেজি দিনে
নেশা লাগায় কুল,জলপাই আর আমলকীবনে
শুকনো পাতার মর্মরে শির্ শিরে শব্দবাণে
কিংবা বেদুইন মনের বন্-ফায়ারের বনভোজনে l
নেশা লাগায় কুল,জলপাই আর আমলকীবনে
শুকনো পাতার মর্মরে শির্ শিরে শব্দবাণে
কিংবা বেদুইন মনের বন্-ফায়ারের বনভোজনে l
আমার শীত শৈল-শহরের
সাজের দিনে
সান্তাক্লজের ' বড়দিন ' এর আনন্দ দিনে
উজ্জ্বল আলোর রাশির শহর তলে ,
জিঙ্গলবেল এর ক্রিস্টমাস ক্যারলে ll
সান্তাক্লজের ' বড়দিন ' এর আনন্দ দিনে
উজ্জ্বল আলোর রাশির শহর তলে ,
জিঙ্গলবেল এর ক্রিস্টমাস ক্যারলে ll
##ঝোড়োমেঘ সংকলন ##
শিলং l
শিলং l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন