“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭

ত্রিভুজ

।। অভীক কুমার দে।।

(C)Image:ছবি













মন ঢাল বেয়ে হেঁটে যেতেন বাবা
তারও আগে হেঁটেছেন কেউ অথবা অনেক
এখন আমি।
চূড়ায় পাহাড় স্টেশন
তারপর পথের কোন উপরিপথ নেই,
যেখানে উচ্চতা শেষ আকাশের বুক ফোঁড়ে বিন্দু
স্থির থাকে না শরীর।
বাবাকে গড়িয়ে পড়তে দেখে
আমিও পা রাখি পাহাড়ি পথে,
পায়ের পর পা উপরে উঠছি যতই
 
বাবা উল্টো দিকে...
সমতল থেকে চেয়ে থাকে মা
স্থির দৃষ্টি থেকে দু'টো নদী বেঁকে যায় দুদিকে,
এক নদী প্রসবের রক্ত মোছে আরেক নদী সিঁথি...
......................

কোন মন্তব্য নেই: