।। অভীক কুমার দে।।
(C)Image:ছবি |
.
রোজ ঝড় ওঠা বুক সমুদ্র যেমন,
নোনাজল ভেবে নামতে চায় না কেউ,
অথচ বাতাস জানে মরুশুষ্কতা কেমন।
.
নদীর উপর সাঁকো বাঁধা
চাঁদের আলোয় দেখছে রাত,
জলের ধারায় কাঁপছে ছবি
ভেতর জানে সন্ধিবাত।
.
শুকিয়ে গেলে নদী আমার
নৌকো রেখো পাড়ে,
মাঝি তুমি,
'জলের মানুষ' বুঝিয়ে দিও তাঁরে।
রোজ ঝড় ওঠা বুক সমুদ্র যেমন,
নোনাজল ভেবে নামতে চায় না কেউ,
অথচ বাতাস জানে মরুশুষ্কতা কেমন।
.
নদীর উপর সাঁকো বাঁধা
চাঁদের আলোয় দেখছে রাত,
জলের ধারায় কাঁপছে ছবি
ভেতর জানে সন্ধিবাত।
.
শুকিয়ে গেলে নদী আমার
নৌকো রেখো পাড়ে,
মাঝি তুমি,
'জলের মানুষ' বুঝিয়ে দিও তাঁরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন