।। অধিষ্ঠিতা শর্মা।।
(C)Image:ছবি |
মেঘ জমে জানালার কাঁচে ভীষণরকম
ঝমঝমিয়ে বৃষ্টিও নামে,
ভিজিয়ে দেয় সব ক্ষত।
অজ্ঞাতবাসের আস্তাকুড়ে লুকিয়ে থাকে আলোর জখম-
ফাঁকা স্টেশনে রোজ আমার অপেক্ষা করে কেউ
শেষ ট্রেন আসা অব্দি ঠায় দাঁড়িয়ে থাকে,
তবু সে পায়না মনের খোঁজ।
শেষ ট্রেনে মন ফেরেনা বাড়ি
সিলিং ফ্যানে ঝুলতে থাকা নিজের প্রতিচ্ছবি -
প্রেতছায়া ভেবে আঁতকে উঠি হঠাৎ
বুকপকেটে যত্নে রাখা শেষ চিঠিও
আজ অন্তিম নি:শ্বাস নেয়,
শাশ্বত রাত্রির কাছে নিদারুণ সমর্পণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন