।। শঙ্খ সেনগুপ্ত।।
পরিত্যক্ত যা কিছু তার গায়েও মমতা, আদর, ভালবাসা, ফুলের গন্ধ ছিল। ছিল আরও
অনেক কিছু। আগুন সেও চিনতো।
আস্তা-কুঁড়ের প্রয়োজন তারও ছিল। একদিন।
মায়া ও গতির হুড়োহুড়িতে, বেমালুম
জড়িয়ে যাওয়া। সেতু আর সুতোর জালে।
বহু অলোক-বর্ষ ওপাড় হতে আসা, আলোকবিন্দু, পথ এঁকে
চলে, পথেরই ভিড়ে।
উপনিবেশ চক্রবূহ্য, রক্তাক্ত
ইতিহাস, চিরকাল ভুল পাঠ করে। এক জীবনে কতবার
শ্মশানে নিয়ে যাবে, দীর্ঘ
হতে থাকা, আয়ুরেখা ! বৃদ্ধাঙ্গুষ্ঠ, একটি
চুমু তোমারও প্রাপ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন