।। অর্পিতা আচার্য।।
আমাদের
ব্যর্থতার কথা সাতকাহন -
বেশ, তবে বল
দেখি এই যে স্ফুরণ
সারা বিশ্ব জুড়ে, আগ্রাসী
দানোর মত
মাৎসর্যের ! তা বুঝি সফল ?
সাফল্যের কোন খতিয়ান মুছে দেবে
রক্তস্নাত লোভ ও মোহের এই ইতিহাস ?
এই যুদ্ধ, চাতুর্য ও পরাস্বপহরণ
ধনতন্ত্রী গর্জনের বিপুল বিস্ফার ?
যুক্তিহীন লাগে না কি অমানবিকতার এই
আস্ফালন, পৃথ্বীভরা রোগাক্রান্ত
একদল মানুষের সমূহ গর্জন ?
মাৎসর্যের ! তা বুঝি সফল ?
সাফল্যের কোন খতিয়ান মুছে দেবে
রক্তস্নাত লোভ ও মোহের এই ইতিহাস ?
এই যুদ্ধ, চাতুর্য ও পরাস্বপহরণ
ধনতন্ত্রী গর্জনের বিপুল বিস্ফার ?
যুক্তিহীন লাগে না কি অমানবিকতার এই
আস্ফালন, পৃথ্বীভরা রোগাক্রান্ত
একদল মানুষের সমূহ গর্জন ?
সেদিন বিরাশি জন, ভেসে
যায় স্বপ্নিল ইয়াচ -
স্বপ্ন আর সত্যির
ফারাকেতে আসমুদ্র আগুন রক্তিম ;
একটি স্ফুলিঙ্গ শুধু, যতবার
জল ঢালবে
বারবার জ্বালাবোই তা -
আমার বুকের মধ্যে বাস
করে
ফিদেল, কিউবা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন