“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

কবিকে হুমকি দিলে













।। অর্পিতা আচার্য।।

বিকে হুমকি দিলে গণধর্ষণের
কবরে কান্নার শব্দে উলুধ্বনি পড়ে -
মৃত সব নারীদেহ সরে সরে শোয় l
শীতল মাংস থেকে টুকরো টাকরা
তত্ত্ব তালাশ, ওরাও পাঠাবে বলে
ঠেলাঠেলি করে কবির হাতের
কলম থেকে ফোঁটা ফোঁটা লাল রক্ত
আবিরের মত লেপ্টে যায়
সেইসব মৃত মেয়ে মানুষের খোলা পেটে

ঘৃণার সন্তান হয়ে জন্ম নেয়
শহর পেরিয়ে যত পাহাড়ে,প্রান্তরে !

কোন মন্তব্য নেই: